Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মীর মোশাররফ হোসেন কলেজ
বিস্তারিত

নবাবপুর ইউনিয়নের তৎকালিন চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ (বর্তমান চেয়ারম্যান , উপজেলা পরিষদ ,বালিয়াকান্দি,রাজবাড়ী) ১৯৯৪ সালে নবাবপুর ,ইসলামপুর ,নারুয়া, মাজবাড়ী , মৃগী ইউনিয়নের গন্যমাণ্য ব্যক্তিদের ডেকে সোনাপুর এলাকায় একটি কলেজ করার প্রস্তাব করেন। উপস্থিত ব্যক্তিগণ কলেজটি প্রখ্যঅত মুসলিম সাহিত্যিক মীর মশাররফ হোসেন এর নামে প্রতিষ্ঠা করার প্রস্তাব ও একমত পোষণ করেন।জনাব আবুল কালাম আজাদ ,জনাব আজগর আলী মাস্টার ,জনাব আহসান উদ্দিন মাস্টার ,জনাব আজিজ শিকদার মাস্টার , জনাব আঃ রউফ মাস্টার ,জনাব কোবায়দুর রহমান,জনাব আরশেদ মেম্বর ,জনাব অজিউল্যা শিকদার , জনাব খলিলুর রহমান,জনাব আবুল কাশেম মন্ডল,প্রমুখ ব্যক্তিদের সহায়তায় বাড়ী বাড়ী থেকে মৌসুমী ফসল সংগ্রহ করে কলেজের প্রাথমিক খরচাবলি নির্বাহ করেন। তৎকালিন বি,এন,পি সরকারের সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম তার নিজের নামে সোনাপুর বাজারের পাশে জাহানারা বেগম কলেজ নামে আরও একটি কলেজ প্রতিষ্ঠা করেন এবং মীর মশাররফ হোসেন কলেজের প্রতিষ্ঠাতা জনাব আবুল কালাম আজাদের প্রাণ নাশের হুমকি দেয় এতে এলাকার জনসাধারনের মধ্যে তীব্র ক্ষোভের সৃস্টি হয়। এবং এক রক্তক্ষয়ী সংঘর্ষে অনেক লোক আহত ও তিনজন লেঅকের একটি করে চোখ নষ্ট হয়ে যায়।পরবর্তীতে আওয়ামী সরকারের সার্বিক সহযোগিতায় কলেজটি বর্তমানে সুন্দর ও সুষ্ঠু লেখাপড়ার পরিবেশ বিরাজ করছে।